পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন নিজেই

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন নিজেই

আপনার পুরাতন আইডি কার্ড হারিয়ে গেলে, নষ্ট হলে কিংবা অন্য কোন কারনে ডাউনলোড করতে চাচ্ছেন? তাহলে জেনে নিন অনলাইনে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম।

যারা ২০১৭ সালের পূর্বে ভোটার নিবন্ধন করেছেন, তারা বর্তমানে সরাসরি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেনা। তার জন্য আইডি কার্ড হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হওয়ার নিমিত্তে রিইস্যু করে ডাউনলোড করতে হবে। তাছাড়া আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে রিইস্যু করে নতুন ঠিকানার আইডি কার্ড পেতে হয়।

স্থানীয় থানায় GD করে, অনলাইনে রিইস্যুর আবেদন পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে জেনে নিন এখানে।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

পুরাতন আইডি কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা রয়েছে। সেখানে বলা হয়েছে যারা ইতিমধ্যেই জাতীয় পরিচয় পত্র পেয়েছিলো তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনুরোধে ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে। নিচে সেই নির্দেশনার ছবি দেওয়া হলো:

এন আইডি কার্ড ডাউনলোডের নির্দেশনা

অর্থাৎ, অনলাইন থেকে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য, স্থানীয় থানায় স্পষ্ট কারণ উল্লেখ করে সাধারণ ডায়েরি (GD) করুন। তারপর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থানার GD কপি আপলোড করে, ২৩০ টাকা সরকারি ফি পরিশোধ করে আবেদন করুন। আবেদন অনুমোদিত হলে পুরাতন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

নতুন ভোটার হলে, আরও পড়তে পারেনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন নিজেই

থানায় সাধারণ ডায়েরি (GD) করার নিয়ম

এনআইডি কার্ড রিইস্যু বা পুরাতন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য, থানার সাধারণ ডায়েরি (GD) এর কপি বাধ্যতামূলকভাবে প্রয়োজন হয়। আপনার আইডি কার্ডটি হারিয়ে গেলে/ নষ্ট হয়ে গেলে নিকটস্থ থানায় তার তথ্য উল্লেখ করে জিডি করুন। 

বর্তমানে থানায় উপস্থিত না হয়েও অনলাইনে জিডি করতে পারবেন। Play Store থেকে – Online GD মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দিয়ে নিকটস্থ থানায় জিডি করতে পারবেন। জিডি করার পর জিডির কপি সহ থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা সত্যায়িত করুন।

অনলাইনে বা সরাসরি থানায় জিডি করতে কোনো ফি দিতে হয় না। জিডির ২টি কপি করে একটি থানায় রেখে দেবে এবং অন্যটি আপনার কাছে প্রদান করবে। প্রাপ্ত জিডির কপিতে – জিবি নম্বর, থানার সিংক, দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম এবং তারিখ লিখা আছে কিনা নিশ্চিত করে নিন।

আরও পড়তে পারেনঃ ভোটার আইডি কার্ড সংশোধন করার অনলাইন আবেদন ও যা যা লাগে

অনলাইনে এনআইডি কার্ড রিইস্যুর জন্য আবেদন

বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্টার করে, ড্যাশবোর্ড থেকে এনআইডি কার্ড রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট রেজিস্টার করতে Face Verification- এর জন্য NID Wallet অ্যাপস ইনস্টল করে নিন। এবং অনলাইনে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে থানার GD কপির ছবি পূর্বেই আপনার মোবাইল বা সংরক্ষণ করুন। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: এনআইডি ওয়েবসাইটে রেজিস্টার করুন 

পুরাতন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে, রিইস্যুর আবেদনের জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে। এবার ওয়েবসাইটের মূল ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন।

nidw ওয়েবসাইটে রেজিস্ট্রেশন
  • এনআইডি নম্বর ও জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা পূরন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন। 
  • বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য দিন। 
  • মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন।
  • এবার NID Wallet অ্যাপস ব্যবহার করে Face Verify‌ করুন।
  • তারপর পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 

আপনার যদি আগেই অ্যাকাউন্ট রেজিস্টার করা থাকলে, ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারেন।

আরও পড়তে পারেনঃ ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৪

ধাপ ২: পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে রিইস্যু আবেদন

একাউন্টে লগইন করার পর একটি পার্সোনাল ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডের রিইস্যু অপশন থেকে আবেদন করতে হবে। এখানে, আবেদন করার জন্য রিইস্যু অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যান।

ভোটার আইডি কার্ড রিইস্যু আবেদন

নতুন পেজ ওপেন হলে আবেদন করার জন্য ‘এডিট’ বাটনে ক্লিক করুন। তারপর পুরাতন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে রিইস্যুর জন্য তথ্য গুলো দিন।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

প্রথমে রিইস্যুর কারণ সিলেক্ট করতে ড্রপডাউন ম্যানুতে ক্লিক করুন। এবার চারটি অপশন পাবেন। যথা: হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিকানা পরিবর্তন।

সঠিক কারণটি বাছাই করুন। তারপর থানার জিডি সম্পর্কিত অন্যান্য তথ্য দিতে হবে। যেমন: জিডি নম্বর, জিডিকৃত থানার নাম, পুলিশ অফিসারের নাম, পুলিশ অফিসারের পদবী, জিডির তারিখ দিন। সকল তথ্য প্রদানের পর ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য রিইস্যুর তথ্য প্রদান

ধাপ ৩: এনআইডি রিইস্যু ফি প্রদান

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে ২৩০  টাকা রিইস্যু ফি ট্রানজেকশন করতে হবে। দেশের প্রচলিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থাগুলো- বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি ব্যবহার করে সরকারি রিইস্যু ফি দিতে পারবেন। 

ভোটার আইডি কার্ডের রিইস্যু ফি প্রদান

বিকাশের মাধ্যমে রিইস্যু ফি দিতে-

  • একাউন্টে লগইন করুন।
  • পেবিল অপশনে গিয়ে NID Service (সরকারি ফি) সিলেক্ট করুন। 
  • আবেদনের ধরন থেকে – Duplicate Regular অথবা আর্জেন্ট প্রয়োজনে Duplicate Urgent সিলেক্ট করুন।
  • এনআইডি নাম্বার লিখুন।
  • এবার ২৩০ টাকা ফি পেমেন্ট নিশ্চিত করতে পরবর্তী ধাপে গিয়ে বিকাশ PIN লিখুন।
  • ট্যাপ করে রেখে পেমেন্ট সম্পন্ন করুন।

পেমেন্ট সম্পন্ন হলে ওয়েবসাইটে গিয়ে পরবর্তী পেজে যান।

ধাপ ৪: রিইস্যুর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন

পুরাতন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে, রিইস্যুর প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জিডির কপি আপলোড করতে হবে। এর জন্য পূর্বেই জিডির কপি কম্পিউটারে স্ক্যান করে অথবা মোবাইলে স্পষ্ট ছবি তুলে সঠিক সাইজে সংরক্ষণ করুন। (সাইজ 100 KB- এর মধ্যে হতে হবে)। 

ভোটার আইডি কার্ড রিইস্যুর জন্য কাগজপত্র আপলোড

ডকুমেন্ট আপলোড করতে কাগজপত্রের ধরন সিলেক্ট করুন। তারপর আপলোড বাটনে ক্লিক করে নির্ধারিত ছবিটি সিলেক্ট করুন। আপনার সম্পন্ন হলে পরবর্তী ধাপে যান।

ধাপ ৫: রিইস্যু আবেদন সাবমিট

সর্বশেষ, আবেদন সাবমিট করার পূর্বে, একটি সংক্ষিপ্ত বিবরণী পেজ আসবে। সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই করে, সাবমিট বাটনে ক্লিক করুন। 

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য রিইস্যু আবেদন সাবমিট

আবেদন সাবমিটের পর পুনরায় ড্যাশবোর্ড থেকে রিইস্যু অপশনে ক্লিক করুন। এবার আবেদন ফরমের একটি ডাউনলোড লিংক পাবেন। এখানে ক্লিক করে আপনার অনলাইন আবেদনের বিস্তারিত ফরমটি ডাউনলোড করে রাখুন।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড - রিইস্যু আবেদন ফরম ডাউনলোড

এটি আপনার পুরাতন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে প্রয়োজন হতে পারে।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

অনলাইনে রিইস্যু আবেদন করার পর তা ডাউনলোড করতে কিছু সময়/দিন অপেক্ষা করতে হয়। Duplicate Regular অপশন থেকে ২৩০ টাকা ফি দিয়ে আবেদন করলে সময় বেশি লাগে। নির্ধারিত কার্যদিবসের মধ্যে আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আবেদন অনুমোদন হয়েছে কিনা জানানো হবে।

SMS পাওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনার একাউন্টে লগইন করুন। ড্যাশবোর্ড থেকে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার NID Card এর PDF কপি ডাউনলোড হয়ে যাবে।

হারানো এনআইডি কার্ড ডাউনলোড

আইডি কার্ড হারিয়ে গেলে, প্রথমে থানায় জিডি করুন। তারপর, services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করুন। ড্যাশবোর্ড থেকে রিইস্যু অপশনে গিয়ে রিইস্যুর তথ্য দিন। ২৩০ টাকা NID Service ফি দিয়ে GD কপি আপলোড করে রিইস্যুর জন্য আবেদন করুন। আবেদন অনুমোদনের পর হারানো আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

রিইস্যু আবেদনের কতদিন পর আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন?

রিইস্যুর আবেদন করার পর ২-৩ দিন সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে এর চেয়ে কম এবং কিছু ক্ষেত্রে ৭-১০ দিন সময় লাগতে পারে।

শেষকথা

উপরোক্ত নিয়মে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। রিইস্যু করা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার পর প্রিন্ট করে যেকোন স্থানে ব্যবহার করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *