স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক ২০২৪

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

নতুন ভোটার নিবন্ধন করে থাকলে এবং এখনো পর্যন্ত Smart NID Card হাতে না পেলে, জেনে নিন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন এবং কোথায় আপনার Smart Card রয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের স্মার্ট এনআইডি কার্ড Smart NID Card দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৯ সাল থেকে সকল নতুন ভোটার নিবন্ধনকারীদের জাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। নতুন ভোটার নিবন্ধন করার পর কিছুদিনের মধ্যে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারলেও, স্মার্ট কার্ড পেতে দেরি হচ্ছে ভোটারদের। 

এক্ষেত্রে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন (smart card status check) করার মাধ্যমে আপনার আইডি কার্ডটি হয়েছে কিনা এবং কোথায় আছে তা জেনে নিতে পারেন। স্ট্যাটাস চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি জানতে সম্পূর্ণ লেখাটি পড়তে থাকুন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Smart Card Status Check Online

Smart card status check করতে, সর্বপ্রথম- https://services.nidw.gov.bd/nid-pub/card-status -এই লিংকে ভিজিট করুন। এবার আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর/ ফর্ম নম্বর ও জন্ম তারিখ লিখুন। তারপর হিউম্যান ভেরিফিকেশনের জন্য ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা এবং কোথায় গেলে সংগ্রহ করতে হবে সে সম্পর্কিত তথ্য জানতে পারবেন। 

অথবা, আপনি চাইলে SMS এর মাধ্যমেও স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। SMS করে Smart card check করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC <space> NID <space> nid কার্ডের নাম্বার। তারপর পাঠিয়ে দিন ‘105’ নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই ম্যাসেজে আপনার কাঙ্খিত তথ্য পাঠানো হবে।

অধিকাংশ স্ট্যাটাসে স্মার্ট কার্ডটি জেলাভিত্তিক ইসি অফিসে আছে বলে দেখানো হয়। আপনি চাইলে আপনার জেলার ইসি অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তবে কিছুদিন অপেক্ষা করলে সরকারিভাবে স্মার্ট কার্ড বিতরণ করার সময় আপনার বাড়িতেই smart NID card টি পৌঁছে দেওয়া হবে।

আরও পড়তে পারেনঃ ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৪

স্মার্ট কার্ড চেক অনলাইন | Smart Card Check Online

দুইটি উপায়ে স্মার্ট কার্ড চেক করা যায়। যথা: 

  • অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক,
  • SMS এর মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক।

আপনি খুব সহজেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটের, https://services.nidw.gov.bd/nid-pub/card-status -এই লিংকে প্রবেশ করে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টার অন্যতম অংশ হলো দেশের সকল নাগরিকদের বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে Smart NID Card দেওয়া। ইতিমধ্যেই, আমাদের অধিকাংশ মানুষই নতুন ভোটার নিবন্ধন করার পর স্মার্ট আইডি কার্ড হাতে পেয়েছে। কিন্তু অনেক এলাকাতে এখনো স্মার্ট কার্ড বিতরণ সম্পূর্ণ হয়নি। ফলে সেখানকার স্থানীয় ভোটার নিবন্ধনকারীরা ল্যামিনেশন করা আইডি কার্ডের অনলাইন কপি ব্যবহার করছে।

বাংলাদেশের নির্বাচন কমিশনের স্মার্ট আইডি কার্ড বিতরণ প্রক্রিয়ার কর্মসূচি এখনো বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে। কেউ যদি বিতরনের পূর্বেই তার স্মার্ট কার্ডটি হাতে পেতে চায়, তাহলে অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে এবং ভোটার নিবন্ধনের বর্তমান অবস্থা জেনে সংশ্লিষ্ট ইসি অফিস থেকে তার স্মার্ট কার্ড টি সংগ্রহ করতে পারবে। 

আরও পড়তে পারেনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে যা যা লাগবে

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য আপনার প্রয়োজন হবে:

  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর /ফরম নম্বর। (এনআইডি নম্বর না জানলে, ভোটার স্লিপে থাকা ফর্ম নম্বরটি ব্যবহার করতে পারবেন। ফরম নাম্বার 65829462 -এরকম হলে, সেই ফরম নাম্বারের পূর্বে NIDFN লেখাটি যুক্ত করে ‘NIDFN65829462’ -এভাবে লিখতে হবে। 
  • ভোটার নিবন্ধন আবেদনের সময় দেওয়া তথ্যানুযায়ী সঠিক জন্ম তারিখ। জন্ম তারিখ টি দিন-মাস-বছর (DD-MM-YYYY) -এই ফরমেটে লিখতে হবে।

আপনার নতুন ১০ সংখ্যার এনআইডি নাম্বার কিংবা পুরাতন ১৭/১৩ সংখ্যার এনআইডি নাম্বার দিয়েও স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করা যাবে। এ দুটি তথ্য দিয়েই NIDW ওয়েবসাইট থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

মাত্র ৪টি ধাপ অনুসরণ করেই অনলাইনে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। যথা:

  • এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার ওয়েবসাইটে ভিজিট করুন।
  • NID নাম্বার এবং জন্ম তারিখ লিখুন।
  • ইমেজ দেখে ক্যাপচা পূরণ করুন।
  • সাবমিট বাটন চেপে স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখুন।

সকল ধাপগুলো ছবিসহ বিস্তারিত জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন:

ধাপ ১: স্মার্ট কার্ড চেক করার ওয়েবসাইটে ভিজিট করুন

Smart card status চেক করতে, সর্বপ্রথম- https://services.nidw.gov.bd/nid-pub/card-status  -এই লিংকে ভিজিট করুন। তারপর আপনি অনুসন্ধান ফরম সম্বলিত পেজ দেখতে পাবেন।

ধাপ ২: NID Number ও জন্ম তারিখ লিখুন

এই ধাপে, স্মার্ট কার্ড চেক করতে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর বা ফর্ম নম্বর লিখুন। তারপর আপনার সঠিক জন্ম তারিখ লিখুন।

স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

সর্বশেষে, একটি ব্লার করা ইমেজ দেখতে পাবেন। সেই ইমেজে যেই লেখাগুলো থাকবে সেগুলো সঠিকভাবে নিচের ঘরে লিখুন। তারপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করুন

এবার আপনার ভোটার আইডি কার্ডটি সম্পূর্ণ হয়ে থাকলে Status অপশনে Complete লেখা দেখতে পাবেন। এর পাশাপাশি, বক্স আইডিসহ আপনার জেলা, উপজেলা ও গ্রামের নাম দেখাবে। সর্বশেষ ঘরে, কোথায় গেলে আপনার আইডি কার্ডটি এখন সংগ্রহ করতে পারবেন তা দেখাবে। 

smart card status check

উপরোক্তভাবে অনলাইনে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

মোবাইলে SMS এর মাধ্যমে যেকোন স্মার্টফোন ও বাটন ফোন দিয়ে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করা যাবে। বাংলাদেশের যেকোন সিম অপারেটর থেকে ফ্রি এসএমএস পাঠানোর মাধ্যমে স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা চেক করা যায়।

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে,

  • সর্বপ্রথম আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। 
  • এবার SC <space> NID <space> nid কার্ডের নাম্বার টাইপ করুন।
  • অর্থাৎ SC লেখার পর একটি স্পেস দিয়ে NID লিখুন। তারপর আরেকটি স্পেস দিয়ে আপনার এনআইডি নাম্বার লিখুন।
  • (যেমন: SC NID 1040183860)।
  • তারপর পাঠিয়ে দিন 105 নাম্বারে।

তবে আপনার এনআইডি নাম্বার জানা না থাকলে, ভোটার নিবন্ধনের সময় পাওয়া ভোটার স্লিপের নম্বর/ বা ফর্ম নম্বর দিতে পারেন। সেক্ষেত্রে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- 

  • SC <space> F <space> Form Number <space> Date of Birth (জন্ম তারিখ) লিখুন।
  • (যেমন: SC F 2062035739 08-03-2004)।
  • তারপর পাঠিয়ে দিন 105 নাম্বারে।

কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই মেসেজের মাধ্যমে আপনার Smart NID card এর স্ট্যাটাস বা বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড চেক

নতুন ভোটার নিবন্ধন করার সময় আবেদনকারীকে একটি ফরম বা ভোটার স্লিপ দেওয়া হয়। সেই স্লিপে যেই ফরম নাম্বারটি থাকে, সেটি ব্যবহার করে smart card status check করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে NIDW ওয়েবসাইট থেকে অথবা 105 নাম্বারে এসএমএস এর মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন।

উল্লেখিত দুইটি পদ্ধতিতে স্মার্ট এন আই ডি কার্ড স্ট্যাটাস চেক করার পদ্ধতিই উপরে দেখানো হয়েছে।

Smart Card Status Check

To check smart card status, first visit this link- https://services.nidw.gov.bd/nid-pub/card-status. After that, enter your National Identity Card Number/Form Number and Date of Birth.  Then fill captcha for human verification and click on ‘Submit’ button. 

Then, you will be redirected to the status page. Where you will know if your smart NID card has been generated.

অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড করা যাবে কি?

অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করা যাবে না। শুধুমাত্র সরকারিভাবে সকল এলাকাতেই স্মার্ট কার্ড বিতরণ করা হলেই আপনার স্মার্ট এনআইডি কার্ড পাবেন।

মূলত স্মার্টকার্ডে একজন ব্যক্তির সামগ্রিক পরিচয়ের তথ্যাবলীসহ একটি মাইক্রো চিপ সংযুক্ত করা থাকে। অনলাইন থেকে ডাউনলোড করে এনআইডি কার্ডের প্রিন্ট কপিতে সেই মাইক্রো চিপ যুক্ত করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনি চাইলে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে ল্যামিনেশন করে ব্যবহার করতে পারবেন। তবে আপনার স্মার্ট কার্ড হাতে পেলে এবং হারিয়ে বা নষ্ট হয়ে গেলে, পুনরায় Re-Issue এর আবেদন করলে স্মার্ট কার্ড বিতরণের সময় সংগ্রহ করতে পারবেন।

আরও পড়তে পারেনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন নিজেই

পুরাতন ভোটাররা স্মার্ট কার্ড কিভাবে পাবে

যারা পুরাতন ভোটার, তাদেরকে লেমিনেশন করা এনআইডি কার্ড প্রদান করা হতো। কিন্তু বর্তমানে তাদেরকেও ১০ সংখ্যার এনআইডি নাম্বার সম্বলিত স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। 

পুরাতন ভোটাররা নতুন স্মার্ট কার্ড পেতে, পুনরায় স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তারপর ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তারপর সেই স্মার্ট কার্ড প্রক্রিয়াকরণ করে পরবর্তীতে বিতরণ করা হবে।

আরও পড়তে পারেনঃ পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন নিজেই

শেষকথা

উপরুক্ত আলোচনায় দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি অনলাইনে বা SMS এর মাধ্যমে আপনার স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। Smart card status check করার পর তাৎক্ষণিক প্রয়োজনে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *